সম্পাদকীয় ডেস্ক, EntrepreneurBD.com
বিশ্ব অর্থনীতির রূপান্তর, জলবায়ু সংকট ও প্রযুক্তির বিস্ফোরণের যুগে উদ্যোক্তারা হয়ে উঠেছেন সবচেয়ে বড় পরিবর্তনের কাণ্ডারি। ২০২৫ সালের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের “Annual Meeting of the New Champions”-এ উঠে এসেছে এক নতুন পৃথিবীর ছবি—যেখানে ইকো-উদ্যোক্তা, নৈতিক প্রযুক্তি এবং অন্তর্ভুক্তিমূলক উদ্ভাবন-ই আগামী দিনের গেমচেঞ্জার।
জলবায়ু সংকট থেকে সম্ভাবনার খোঁজে
বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশে উদ্যোক্তারাই হয়ে উঠছেন টেকসই উন্নয়নের চালক।
SOLshare, E-Farmers Bangladesh, MyGreenQube—এই নামগুলো এখন পরিচিত শুধুই প্রযুক্তিনির্ভর স্টার্টআপ হিসেবে নয়, বরং সামাজিক পরিবর্তনের বাহক হিসেবে।
১.সৌরবিদ্যুৎ ভিত্তিক পেমেন্ট সিস্টেম
২. নারী উদ্যোক্তাদের কৃষি-ভিত্তিক ডিজিটাল সেবা
৩. কার্বন ক্রেডিট ও জৈব সার উৎপাদনে নতুন বাজার
প্রযুক্তিতে সমতা ও ডিজিটাল অন্তর্ভুক্তি
বাংলাদেশে ডিজিটাল বৈষম্য হ্রাস করতে উদ্যোক্তারা কাজ করছেন শিক্ষায় উদ্ভাবনের মাধ্যমে।
Shikho, 10 Minute School এবং Durbin Academy—এই উদ্যোগগুলো প্রান্তিক ও গ্রামীণ শিক্ষার্থীদের কাছে মানসম্মত শিক্ষা পৌঁছে দিচ্ছে মোবাইলের মাধ্যমে।
AI-চালিত অ্যাপ, ভয়েসভিত্তিক নির্দেশনা এবং ফিনটেক—সবকিছু মিলিয়ে গড়ে উঠছে এক নতুন ‘ডিজিটাল বাংলাদেশ’।
অন্তর্ভুক্তিমূলক ব্যবসায়িক মডেল
Digital Polli, A-Card Model, কিংবা eFarmer Yard Economy—সবকিছুই এখন আর কল্পনা নয়।
এ সকল মডেল উদ্যোক্তাকে শুধু মুনাফার নয়, সামাজিক দায়িত্বের অংশীদার হিসেবে গড়ে তুলছে।
নারী অংশগ্রহণ
স্থানীয় কমিউনিটির নেতৃত্ব
ক্লাইমেট স্মার্ট কৃষি ও পশুপালন
বাংলাদেশ এখন কোন পথে?
“আগামী দিনে উদ্যোক্তারাই হবে আমাদের পৃথিবীর স্থপতি।” – World Economic Forum
বাংলাদেশে প্রযুক্তিনির্ভর, ইনক্লুসিভ এবং টেকসই ব্যবসা মডেলকে গুরুত্ব না দিলে আমরা বিশ্বমানের উদ্যোক্তা আন্দোলনে পিছিয়ে পড়বো। প্রয়োজন—
নীতিগত সহায়তা
স্টার্টআপ ফান্ডিং
নারী ও তরুণদের প্রশিক্ষণ ও পরামর্শ