
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থায় আপাতত নতুন কোনো জটিলতা নেই। তাকে চিকিৎসক টিমের সরাসরি তত্ত্বাবধানে কেবিনে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। মঙ্গলবার দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
শায়রুল কবির জানান, চিকিৎসকদের সঙ্গে দলের প্রতিনিধিদের কথা বলার পর জানা গেছে—চেয়ারপারসন আলহামদুলিল্লাহ স্থিতিশীল আছেন এবং নিবিড় পর্যবেক্ষণ চলছে। তিনি অনুরোধ করে বলেন, দায়িত্বশীল কোনো ব্যক্তির আনুষ্ঠানিক বক্তব্য ছাড়া অন্য কারও তথ্য প্রচার না করতে চিকিৎসকরা সবাইকে অনুরোধ জানিয়েছেন।
তিনি আরও বলেন, খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য দল দেশবাসীর কাছে দোয়া চেয়েছে। মহান আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন—এই প্রার্থনাও করেন তিনি।
উল্লেখ্য, গত রোববার রাতে মেডিকেল বোর্ডের পরামর্শে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। স্বাস্থ্য পরীক্ষায় তার বুকে সংক্রমণ ধরা পড়ে এবং আগে থেকে থাকা হৃদরোগের সঙ্গে এ সংক্রমণ ফুসফুসে ছড়িয়ে পড়ায় শ্বাসকষ্ট বেড়ে যায়। এরপরই তাকে বিশেষ পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেয় চিকিৎসক দল।
পাঠকের মন্তব্য