![]()
শিক্ষার্থীদের ইআরপি ব্যবহারে প্রযুক্তিগত দক্ষতা বাড়ানো এবং কর্মজীবনের জন্য আরও উপযোগী করে গড়ে তুলতে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) বিশ্বের শীর্ষ ওপেন সোর্স ইআরপি সফটওয়্যার প্রতিষ্ঠান ওডুর সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজধানীর উত্তরার আইইউবিএটি ক্যাম্পাসে অনুষ্ঠিত অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়।
দেশে ওডুর সিলভার পার্টনার মেটামরফোসিস লিমিটেড এ উদ্যোগে সহযোগিতা করে। চুক্তির ফলে আইইউবিএটির শিক্ষার্থীরা নিয়মিত পাঠ্যক্রমের পাশাপাশি ইআরপি সফটওয়্যার এবং আধুনিক ব্যবসা ব্যবস্থাপনা টুলস ব্যবহারের প্রশিক্ষণ পাবেন, যা তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আইইউবিএটির পক্ষ থেকে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন স্কুল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন মোজাফফর আলম চৌধুরী। সঙ্গে ছিলেন অনুষদের কোঅর্ডিনেটর ড. হাসানুজ্জামান তুষার। ওডু মিডল ইস্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শিক্ষা বিভাগের প্রধান কেভিন ফারাহ এবং এডুকেশন কনসালট্যান্ট সাহার দাহশা।
মেটামরফোসিস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও সিওও সাদিক এম আলম এবং বিজনেস কমিউনিকেশন ম্যানেজার মো. আলিমুজ্জামান নয়ন।
দিনব্যাপী আয়োজনে অতিথিরা আইইউবিএটির কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন, ক্যাম্পাস ঘুরে দেখেন এবং শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। চুক্তি স্বাক্ষরের পর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে শিক্ষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সমঝোতার অংশ হিসেবে আইইউবিএটির পাঠ্যক্রমে ওডুর সফটওয়্যার যুক্ত করা হবে। এতে শিক্ষার্থীরা হাতে-কলমে আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিকমানের প্রতিষ্ঠানে কাজের সম্ভাবনা আরও বাড়বে।
পাঠকের মন্তব্য