![]()
ভুটানের সফররত প্রধানমন্ত্রী শেরিং তোবগের সম্মানে রাজধানীর একটি হোটেলে নৈশভোজের আয়োজন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শনিবার সকালে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী তোবগে। সন্ধ্যার নৈশভোজে প্রধান উপদেষ্টা অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের স্বাস্থ্যের খোঁজ নেন। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে নৈশভোজের সমাপ্তি ঘটে।
বক্তব্যে অধ্যাপক ইউনূস বাংলাদেশ–ভুটান সম্পর্কের গভীরতা ও ঐতিহাসিক বন্ধনের কথা তুলে ধরে বলেন, দুই দেশের সম্পর্ক গড়ে উঠেছে সংহতি, সাংস্কৃতিক সাদৃশ্য ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে। তিনি তোবগেকে ‘নিবেদিতপ্রাণ নেতা’ হিসেবে অভিহিত করে বলেন, ভুটান বরাবরই বাংলাদেশের ‘আন্তরিক বন্ধু’।
তিনি স্মরণ করিয়ে দেন, স্বাধীনতার পরপরই বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভুটান—যা দুই দেশের স্থায়ী বন্ধনের অন্যতম স্তম্ভ। ইউনূস বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের এই গুরুত্বপূর্ণ সময়ে ভুটানের প্রধানমন্ত্রীর সফর সম্পর্ককে নতুন গতি দেবে।
বৈঠকে বাণিজ্য, জ্বালানি, শিক্ষা, পর্যটন ও সংযোগ বৃদ্ধিসহ বহু বিষয়ে সহযোগিতা জোরদারের আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ভুটানের মানবকল্যাণভিত্তিক উন্নয়ন মডেলের প্রশংসা করে ইউনূস বলেন, বাংলাদেশও শূন্য কার্বন নিঃসরণ, দারিদ্র্য হ্রাস, সম্পদের সমবণ্টন ও সামাজিক উদ্যোগকে ভিত্তি করে এগিয়ে যেতে চায়।
তিনি জলবায়ু ন্যায়বিচার অর্জনে বাংলাদেশ–ভুটান–নেপাল সহযোগিতার গুরুত্ব তুলে ধরে বলেন, ভুটানের কার্বন-নেগেটিভ দেশ হিসেবে অর্জন বিশ্বজুড়ে অনুকরণীয়।
ভুটানের প্রধানমন্ত্রী তোবগে বাংলাদেশের উষ্ণ আতিথেয়তার প্রশংসা করে বলেন, প্রতিবার বাংলাদেশে এলে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্ব আরও গভীরভাবে অনুভব করা যায়। তিনি অধ্যাপক ইউনূসের নেতৃত্ব, নোবেলজয়ী অর্জন ও তিন শূন্য ধারণাকে ‘অমূল্য শিক্ষা’ হিসেবে উল্লেখ করেন।
তোবগে বলেন, মানবসম্পদ উন্নয়ন, বাণিজ্য ও সংযোগ বৃদ্ধিতে দুই দেশের সহযোগিতা ক্রমেই সম্প্রসারিত হচ্ছে। আজ সই হওয়া সমঝোতা স্মারক (এমওইউ) ভবিষ্যত সহযোগিতাকে আরও শক্তিশালী করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি যোগ করেন, “আমাদের সম্পর্ক আগামী দিনে আরও বিকশিত হবে। অতীত অর্জন উদযাপন করে আমরা ভবিষ্যতের দিকে আশাবাদ নিয়ে এগোচ্ছি। সহযোগিতা ও অগ্রগতির নতুন অধ্যায় আমরা একসঙ্গে শুরু করতে প্রস্তুত।”
পাঠকের মন্তব্য