![]()
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানর মৃত্যুর গুজবের মধ্যেই তার তিন বোনের অভিযোগ উঠেছে, তারা বারবার সাক্ষাতের চেষ্টা করেও অনুমতি পাচ্ছেন না। এমনকি কারাগারে সাক্ষাতের দাবিতে গেলে পুলিশের হাতে মারধরের শিকার হয়েছেন তারা।
আদিয়ালা কারাগারের বাইরে নিরাপত্তা বাহিনীর সহিংস আচরণ ঘটার ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এতে আতঙ্ক ছড়িয়েছে ইমরান খান এবং তাঁর দল পিটিআই সমর্থকদের মধ্যে। শত শত নেতাকর্মী কারাগারের বাইরে জমায়েত হয়েছে।
এই ঘটনার প্রেক্ষিতে আদিয়ালা কারা কর্তৃপক্ষ একটি বিবৃতি দিয়েছে। সেখানে বলা হয়েছে—ইমরান খান আদিয়ালা কারাগারেই আছেন এবং সুস্থ অবস্থায় আছেন। তাকে অন্যত্র সরানোর কোনো খবর ভিত্তিহীন। প্রয়োজনীয় চিকিৎসা ও সুবিধা নিশ্চিত করা হচ্ছে।
২০২২ সালে অনাস্থা ভোটের পর প্রধানমন্ত্রিত্ব হারানোর পর থেকে বিভিন্ন মামলা, দুর্নীতি, সেনাবাহিনীর সদরদপ্তরে হামলা এবং রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের অভিযোগে তিনি তদন্ত ও গ্রেপ্তারের মুখোমুখি হন। ২০২৩ সালে প্রথম গ্রেপ্তারের পর একবার মুক্তি পেলেও আবার গ্রেপ্তার হন। আগস্ট ২০২৩ থেকে তিনি কারাগারে রয়েছেন।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, কারাগারে ইমরান খানকে সর্বোচ্চ সুবিধা দেওয়া হচ্ছে। তিনি বলেন—“কারাগারে তার কাছে এমন সুবিধা রয়েছে যা অনেক পাঁচ তারকা হোটেলেও নেই। তার কাছে টেলিভিশন, ব্যায়ামের যন্ত্রপাতি এবং ডাবল বেড রয়েছে। তিনি নিজের ইচ্ছা মতো চ্যানেল দেখতে পারেন। খাবারের মেন্যু বিশেষভাবে সাজানো।”
আদিয়ালা কারা কর্তৃপক্ষের এই বিবৃতি প্রকাশের পরও পিটিআই সমর্থকদের মধ্যে আতঙ্ক ও উত্তেজনা রয়ে গেছে।
পাঠকের মন্তব্য