![]()
রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিসহ আশপাশের এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে বলেন, “২৫ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় মহাখালীর কড়াইল বস্তিসহ সংলগ্ন এলাকা ভয়াবহ আগুনে দাউদাউ করে জ্বলছে। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও পরিস্থিতি কঠিন। ইতোমধ্যে অনেকের বাড়ীঘর পুড়ে গেছে।”
তিনি ফায়ার সার্ভিসের সদস্য ও এলাকাবাসীর প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে বলেন, “তাদের এ উদ্যোগ দেশবাসীকে নতুন প্রেরণা দিয়েছে।”
তারেক রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন, “আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসবে এবং কোনো প্রাণহানি হবে না—এই জন্য আমি মহান আল্লাহর নিকট প্রার্থনা করছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আমার গভীর সমবেদনা, আশা করি তারা এই কঠিন সময়ে ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে সক্ষম হবে।”
পাঠকের মন্তব্য