প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশন (ইসি) কোনো রাজনৈতিক পক্ষের পক্ষে বা বিপক্ষে কাজ করবে না। ইসি দেশের ১৮ কোটি মানুষের স্বার্থে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে।
শনিবার সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিসে জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিইসি এসব কথা বলেন।
তিনি জানান, গত জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বে অবহেলা বা সমস্যা সৃষ্টিকারী প্রিজাইডিং কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মানুষের ভোটকেন্দ্রে যাওয়া কমে গেছে—এটিই এখন বড় চ্যালেঞ্জ, আর সেই আস্থা ফেরানোই ইসির অগ্রাধিকার।
সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর প্রবণতা বেড়ে গেছে উল্লেখ করে সিইসি বলেন, এই সমস্যা মোকাবেলায় কমিশন কাজ করছে। নাগরিকদের উদ্দেশে তিনি বলেন—“ভোট দেওয়া শুধু নাগরিক দায়িত্ব নয়, এটি ঈমানের দায়িত্বও।”
তিনি আরও জানান, এখনই নির্বাচনের তফসিল ঘোষণা হবে না, তবে ঘোষণার দু’মাস আগে তারিখ জানানো হবে। স্বল্প সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে।
সিইসি স্পষ্ট করে বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্বচ্ছ, সুন্দর ও চ্যালেঞ্জ মোকাবেলা করে সফলভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা করা হবে।
সভা শেষে তিনি নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
পাঠকের মন্তব্য