![]()
প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় ২৯ বছর পর আদালতের নির্দেশে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় তার সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি ও চলচ্চিত্রের খলনায়ক ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) রাত ১২টার দিকে রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করা হয়। পরদিন মঙ্গলবার (২১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাজহারুল ইসলাম। তিনি জানান, মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের নিজ বাসা থেকে সালমান শাহর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে ঘটনাটি অপমৃত্যু হিসেবে তদন্ত চলছিল। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চূড়ান্ত প্রতিবেদনে আত্মহত্যার কথা উল্লেখ করলেও সালমান শাহর মা নীলা চৌধুরী শুরু থেকেই তা মানতে অস্বীকৃতি জানান এবং হত্যার অভিযোগ তুলে মামলার দাবি করে আসছিলেন।
পাঠকের মন্তব্য