বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অচল হওয়ার পথে। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের আমতলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা ছয় দফা দাবি তুলে ধরে প্রশাসনের কাছে দ্রুত বাস্তবায়নের আল্টিমেটাম দেন। দাবি পূরণ না হলে পুরো ক্যাম্পাস লকডাউন ও ব্ল্যাকআউটের ঘোষণা দিয়েছেন তারা।
এর আগে সকাল থেকেই ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করে। সকাল ৯টার দিকে বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা কে আর মার্কেটে জড়ো হন। সেখানে তারা স্পষ্ট জানিয়ে দেন, যে কোনো পরিস্থিতিতেই হল ছাড়বেন না। প্রশাসনের দেওয়া হল ত্যাগের নির্দেশ তারা প্রত্যাখ্যান করেন।
শিক্ষার্থীদের ছয় দফা দাবি
শিক্ষার্থীরা যে ছয়টি দাবি তুলেছেন, তা হলো—
১. অবৈধভাবে হল খালি করার নির্দেশনা দুপুর ২টার মধ্যে প্রত্যাহার করতে হবে।
২. হলগুলোতে সব ধরনের সুবিধা চালু রাখতে হবে।
৩. শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় এবং বহিরাগত দিয়ে হামলার দায়ে প্রক্টোরিয়াল বডিকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে।
৪. নারী শিক্ষার্থী হেনস্তা, ককটেল বিস্ফোরণ, লাইব্রেরি ভাঙচুরসহ সাম্প্রতিক হামলার ঘটনায় উপাচার্যকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
৫. হামলায় জড়িত কয়েকজন শিক্ষক ও বহিরাগতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
৬. একক কম্বাইন্ড ডিগ্রি অবিলম্বে প্রদান করতে হবে। তিনটি আলাদা ডিগ্রি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
দাবি না মানলে লকডাউন- ব্ল্যাকআউট
শিক্ষার্থীরা ঘোষণা দেন— দ্রুত দাবি না মানা হলে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। রাত নামলেই পুরো ক্যাম্পাস অন্ধকারে ডুবে যাবে ব্ল্যাকআউট কর্মসূচির মাধ্যমে। তারা বলেন, “আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, কিন্তু দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ছি না।”
হামলার প্রেক্ষাপট
রোববার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের ভেতরে বহিরাগতদের হামলায় অন্তত ১০ জন আহত হন। এর মধ্যে সাংবাদিক ও নারী শিক্ষার্থীও ছিলেন। ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণ ঘটে এবং লাইব্রেরি ও অন্যান্য স্থাপনায় ভাঙচুর চালানো হয়। শিক্ষার্থীরা অভিযোগ করেন, প্রশাসনের নীরবতা ও কিছু শিক্ষকের প্রত্যক্ষ মদদে এ হামলা সংঘটিত হয়েছে।
রাজনৈতিক সংগঠনগুলোর প্রতিক্রিয়া
হামলার ঘটনায় বাকৃবি শাখা ছাত্রদল, ছাত্রশিবির, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছে।
পাঠকের মন্তব্য