সরকারি ও কূটনীতিক পাসপোর্টে পারস্পরিক ভিসা অব্যাহতি সুবিধা পেতে পাকিস্তানের সঙ্গে চুক্তির অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি জানান।
তিনি বলেন, “পাকিস্তানের মতো এরকম চুক্তি আমরা আরও ৩১টি দেশের সঙ্গে করেছি। এই চুক্তি পাঁচ বছরের জন্য কার্যকর থাকবে। এর ফলে সরকারি (অফিসিয়াল) ও কূটনীতিক পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই পাকিস্তান সফর করতে পারবেন। একইভাবে পাকিস্তানের সরকারি ও কূটনীতিক পাসপোর্টধারীরাও ভিসা ছাড়াই বাংলাদেশে আসতে পারবেন। এটি আন্তর্জাতিকভাবে প্রচলিত একটি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস।”
এ বিষয়ে পাকিস্তান সরকারের সম্মতি পাওয়া গেছে বলে জানিয়েছেন উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
পাঠকের মন্তব্য