অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ঘোষিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “প্রধান উপদেষ্টা যে তারিখ বা মাসে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, সেই সময়েই নির্বাচন হবে। স্যারের কথার উপরে আমাদের কোনো বক্তব্য নেই। ক্ষমতা জনগণের হাতে, জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে বা বন্ধ করতে পারবে না।”
তিনি আরও বলেন, দেশের কোথাও কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না। “যত বড়ই হোক, চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মোহাম্মদপুর ও মিরপুর এলাকায় চাঁদাবাজির প্রবণতা বেশি। চাঁদাবাজ যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।”
সবজির দাম নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সাম্প্রতিক প্রচুর বৃষ্টিপাতে অনেক শাক-সবজি নষ্ট হয়েছে, এজন্য দাম কিছুটা বেড়েছে। তবে বাজার এখনো স্বাভাবিক আছে। প্রচুর আলু মজুত থাকলেও পাইকারি থেকে খুচরা পর্যায়ে আসতে আসতেই দাম বেড়ে যাচ্ছে। এতে কৃষকরা প্রকৃত দাম পাচ্ছেন না, মধ্যস্বত্বভোগীরা বেশি লাভবান হচ্ছেন। এ প্রবণতা কমিয়ে আনা জরুরি।
পলিথিন ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, পলিথিন মাটি ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। “একসময় পাটের বড় চাহিদা ছিল। এখন যদি পলিথিন বাদ দিয়ে পাটের ব্যাগ ব্যবহার শুরু হয়, কৃষকরাও লাভবান হবেন।”
এ সময় তিনি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
পাঠকের মন্তব্য