এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো। শুক্রবার নরওয়ের নোবেল কমিটি অসলোতে এক ঘোষণার মাধ্যমে তার নাম ঘোষণা করে।
অসলো থেকে এএফপি জানায়, ভেনেজুয়েলায় গণতন্ত্র প্রতিষ্ঠায় নিরলস ভূমিকা এবং স্বৈরতন্ত্র থেকে ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ রূপান্তরের প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে মাচাদোকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
কমিটির চেয়ারম্যান ইয়র্গেন ওয়াতনে ফ্রিডনেস বলেন, “নিষ্ঠুর কর্তৃত্ববাদী রাষ্ট্রে বিভক্ত বিরোধী শিবিরকে ঐক্যবদ্ধ করতে মাচাদো গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জীবননাশের হুমকি সত্ত্বেও দেশে থেকে তিনি লাখো মানুষকে অনুপ্রাণিত করেছেন।”
নোবেল কমিটি তাকে সাম্প্রতিক সময়ে লাতিন আমেরিকার সবচেয়ে সাহসী রাজনৈতিক নেতাদের একজন হিসেবে বর্ণনা করেছে।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ বছর নোবেলের জন্য নিজের আগ্রহ প্রকাশ করেছিলেন, তবে বিশ্লেষকদের মতে তার ‘আমেরিকা ফার্স্ট’ নীতি শান্তি পুরস্কারের মূল দর্শনের সঙ্গে সাংঘর্ষিক।
আগামী ১০ ডিসেম্বর, আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে অসলোতে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে মাচাদোর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। এতে থাকছে একটি সনদ, একটি স্বর্ণপদক এবং ১২ লাখ মার্কিন ডলার সমমূল্যের চেক।
পাঠকের মন্তব্য