![]()
মিস ইউনিভার্সের ৭৪তম আসর থাইল্যান্ডে শুরু হয়েছে, যেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। আগামী ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফিনাল। চূড়ান্ত আসরের আগে প্রতিযোগীদের প্রতিদিন বিভিন্ন সেশনে নানা ধরনের পরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে। বুধবার (১৯ নভেম্বর) বিশ্বের ১২১টি দেশের প্রতিযোগী নিজ নিজ দেশের ন্যাশনাল কস্টিউম পরিধান করে র্যাম্পে হাঁটবেন।
বাংলাদেশের প্রতিনিধি মিথিলা তার ন্যাশনাল কস্টিউমের লুকের ছবি নিজের ফেসবুকে প্রকাশ করেছেন। ছবিতে দেখা যায়, মিথিলা বাংলাদেশের নারীদের প্রধান পোশাক শাড়ি বেছে নিয়েছেন। বিশেষভাবে দেশীয় ঐতিহ্য তুলে ধরতে তিনি পরেছেন সাদা রঙের জামদানি শাড়ি, যার মোটিফে ফুটে উঠেছে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা।