হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার নাগুড়া এলাকায় অবস্থিত শচীন্দ্র ডিগ্রি কলেজে ছাত্র রাজনীতি বন্ধের ঘোষণা দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (১২ সেপ্টেম্বর) কলেজ গেইটে “ক্যাম্পাসে ছাত্রলীগ, ছাত্রদল ও ছাত্রশিবিরের প্রবেশ নিষিদ্ধ” লেখা একটি ব্যানার টাঙানো হলে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
শিক্ষক ও গভর্নিং বডির সমর্থন
কলেজের গভর্নিং বডি, শিক্ষক এবং স্থানীয় রাজনৈতিক সংগঠনের নেতারাও শিক্ষার্থীদের এ পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন। গভর্নিং বডির সভাপতি আইনজীবী মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন বলেন—
“প্রতিষ্ঠাতা প্রয়াত শচীন্দ্র লাল সরকার এ কলেজকে রাজনীতিমুক্ত রাখার প্রত্যাশা করেছিলেন। সেই নীতিই আজও বহাল আছে এবং ভবিষ্যতেও থাকবে। কোনো সংগঠন কমিটি দিলেও তাদের কার্যক্রম কলেজের বাইরে পরিচালিত করতে হবে।”
কলেজের প্রেক্ষাপট
-
প্রতিষ্ঠাকাল: ১৯৯৮ সালে শিক্ষানুরাগী শচীন্দ্র লাল সরকার কলেজটি প্রতিষ্ঠা করেন।
-
শিক্ষার্থী সংখ্যা: বর্তমানে প্রায় ৩,৫০০ শিক্ষার্থী অধ্যয়নরত।
-
শিক্ষা কার্যক্রম: তিনটি বিষয়ে অনার্স চালু রয়েছে।
-
অবস্থান: এটি জেলার দ্বিতীয় বৃহত্তম কলেজ।
শুরুর পর থেকেই কলেজটি রাজনীতিমুক্ত পরিবেশে শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে।
অভিভাবক ও এলাকাবাসীর মতামত
অভিভাবক ও স্থানীয়রা বলেন, ছাত্র রাজনীতির কারণে ক্যাম্পাসে প্রায়ই মারামারি বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। তাই শিক্ষার্থীদের এই উদ্যোগ শান্তিপূর্ণ ও নিরাপদ শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করবে।
রাজনৈতিক সংগঠনের প্রতিক্রিয়া
-
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জানান:
“আমরা কলেজে কমিটি দিয়েছি। তবে যেহেতু সবাই রাজনীতিমুক্ত পরিবেশ চান, তাই কোনো মিছিল-মিটিং করব না, শুধু শিক্ষার্থীদের সহযোগিতায় কাজ করব।” -
জেলা ছাত্রশিবিরের সাবেক সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম সোহাগ বলেন:
“প্রতিষ্ঠাতা শচীন্দ্র লাল রায় কলেজটিকে রাজনীতিমুক্ত রাখতে চেয়েছিলেন। আমরাও তার ইচ্ছাকে সম্মান করি।”