জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রধান কমিশনার অধ্যাপক মাফরুহী সাত্তার পদত্যাগ করেছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।
অধ্যাপক মাফরুহী বলেন—
“লেভেল প্লেয়িং ফিল্ড বলতে আমরা যা বুঝি, নির্বাচনে সেটি ছিল না। আমি যাতে পদত্যাগ না করি, সেজন্য গতকাল থেকেই চাপ ছিল। তবুও আমি পদত্যাগ করছি।”
তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, জাবি শাখার সভাপতি।
ভোট গণনার বর্তমান অবস্থা
-
হল সংসদ: ২১টি হলে ভোট গণনার মধ্যে ১৯টি শেষ হয়েছে, বাকি ২টির গণনা চলমান।
-
কেন্দ্রীয় সংসদ: জাকসুর কেন্দ্রীয় ভোট গণনা চলছে ম্যানুয়াল পদ্ধতিতে, প্রশাসনের আশা রাতের মধ্যেই ফলাফল প্রকাশ করা সম্ভব হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম এক বিজ্ঞপ্তিতে জানান—
ভোট গণনা অব্যাহত থাকবে এবং নিরবচ্ছিন্নভাবে শেষ না হওয়া পর্যন্ত চলবে।
শোকাবহ ঘটনা
ভোট গণনার মাঝেই ঘটে এক দুঃখজনক ঘটনা। চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস ভোট গণনায় অংশ নিতে এসে হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ কারণে ভোট গণনার গতি কিছুটা কমে যায় বলে জানায় কমিশন।
পাঠকের মন্তব্য