রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে পর্যায়ক্রমে প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার বিকেলে ময়মনসিংহ নগরীর টাউন হলের তারেক স্মৃতি অডিটরিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের জাতীয় প্রতিনিধি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।
তারেক রহমান বলেন, স্বৈরশাসনের সময় নানামুখী হামলা ও নির্যাতন উপেক্ষা করেও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বর্তমানে স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়ার পথে প্রতিটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এসেছে।
তিনি জানান, ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য নিয়ে অন্তর্বর্তী সরকার রূপরেখা ঘোষণা করেছে। বিএনপি ঘোষিত পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, কর্মপরিবেশ নিশ্চিত করা এবং সবার জন্য নিরাপদ বাংলাদেশ গড়াই আগামী দিনের লক্ষ্য।
তারেক রহমান স্মরণ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন, সংস্কৃতি চর্চা ও অধিকার রক্ষায় বিরিশিরি কালচার একাডেমি প্রতিষ্ঠা, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গঠন, রেডিওতে ‘সাল গীতা’ অনুষ্ঠান চালু, ছাত্র হোস্টেল নির্মাণ, বিশেষ নিয়োগ ও উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টিসহ নানা উদ্যোগ নিয়েছিলেন।
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উদ্দেশে তিনি বলেন, শিক্ষা, কর্মসংস্থান ও কর্মদক্ষতা অর্জনে সুযোগ কাজে লাগাতে হবে এবং গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার চর্চায় সক্রিয় থাকতে হবে।
তিনি আরও বলেন, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক ও সামাজিক মূল্যবোধ রক্ষা, দলীয় কাঠামোয় যোগ্য প্রতিনিধিদের অন্তর্ভুক্তি, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে ট্রাস্ট হিসেবে প্রতিষ্ঠা, বিদেশে প্রযুক্তিগত শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি এবং নারী উদ্যোক্তাদের ঋণ সুবিধা প্রদানের পরিকল্পনা বিএনপির রয়েছে।
সম্মেলনে বিশেষ অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দানবীয় ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ নির্যাতনের পর অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার সুযোগ পেয়েছি। এখানে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই—আমরা সবাই বাংলাদেশি, আমাদের অধিকার সমান।”
তিনি আরও উল্লেখ করেন, তারেক রহমানের নেতৃত্বে প্রণীত ৩১ দফার মধ্যেই বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির রূপরেখা রয়েছে, যার মধ্যে ‘রেইনবো বাংলাদেশ’ গড়ার ধারণা অন্তর্ভুক্ত।
জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদকের সভাপতিত্বে আয়োজিত এই সম্মেলনে বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। দেশের সমতল অঞ্চলের ১২ জেলার প্রায় এক হাজার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতিনিধি এতে অংশ নেন।
পাঠকের মন্তব্য