চিকিৎসকদের অনুমতি নিয়ে হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার দুপুরে তিনি গুলশানের বাসায় ফেরেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি জানান, মহাসচিব এখন স্থিতিশীল এবং সুস্থ আছেন। হাসপাতালে তাঁর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে অসুস্থ হয়ে পড়লে মির্জা ফখরুলকে দ্রুত গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। অধ্যাপক মোমিনুজ্জামানের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন ছিলেন।
এদিকে, লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিবের শারীরিক খোঁজখবর নিয়েছেন। আজ দুপুরে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াযযম হোসাইন হেলালও হাসপাতালে গিয়ে তাঁকে দেখে আসেন।
পাঠকের মন্তব্য