
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা প্রতিহিংসার রাজনীতি করতে চায় না ও কাউকে বিচারহীনভাবে হয়রানিও করবে না; তবে স্থানীয় পর্যায়ে হয়রানীমূলক মামলা থাকলে তা তুলে নেওয়া হবে।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুরের শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বক্তৃতায় তিনি আরও বলেন, শেখ হাসিনাকে জনগণ নির্যাতন ও অত্যাচারের দায় স্বীকার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, ডিসেম্বরে তারেক রহমান দেশে ফিরলেই নতুন নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার হবে।
ফখরুল কয়, পিআর প্রণালী নিয়ে কিছু দল জনগণের ভোটাধিক্য ক্ষুণ্ণ করার চেষ্টা করছে এবং গণভোট ও জাতীয় নির্বাচন একই দিন আয়োজনের পক্ষে বিএনপি। পরে দলটি জানান, তার বক্তব্যকে কিছু গণমাধ্যম ভুলভাবে উপস্থাপন করেছে—তিনি দেশব্যাপী মামলা উঠে নেওয়ার কোনো ঘোষণাই দেননি, কেবল স্থানীয়ভাবে হয়রানীমূলক মামলা থাকলে তা তুলে নেওয়ার কথা বলেছেন।
পাঠকের মন্তব্য