
এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বাড়িভাড়া ভাতা বাড়ানোর পর আন্দোলনরত শিক্ষকরা এখন নতুন উদ্যমে শ্রেণিকক্ষে ফিরে আসবেন বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, শিক্ষকরা ভবিষ্যৎ প্রজন্ম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, চলতি বছরের ১ নভেম্বর থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের সাড়ে ৭ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। পাশাপাশি আগামী বছরের জুলাই থেকে এ হার আরও সাড়ে ৭ শতাংশ বাড়বে।
গত কয়েকদিনে শিক্ষক নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। এসব বৈঠকে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ও পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন।
বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, “শিক্ষকদের দাবিকে সরকার যৌক্তিক মনে করে। তবে বিগত ১৫ বছরের দুর্নীতি ও লুটপাটে ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে পুনরুদ্ধার করতে হলে আমাদের বাস্তবতা বিবেচনায় সিদ্ধান্ত নিতে হয়। ফলে এখনই মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া দেওয়া সম্ভব নয়।”
তিনি শিক্ষা উপদেষ্টা ও সংশ্লিষ্ট সবাইকে এ সিদ্ধান্ত বাস্তবায়নে তাদের অবদানের জন্য বিশেষ ধন্যবাদ জানান।
পাঠকের মন্তব্য