ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি (সহ-সভাপতি) পদে বিজয়ী হয়েছেন আবু সাদিক কায়েম। একই প্যানেল থেকে জিএস পদে বিজয়ী হয়েছেন এস এম ফরহাদ। তাদের নির্বাচনী জয় ছাত্রসমাজের ঐক্য ও শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার প্রতিফলন বলে মন্তব্য করেছেন তারা।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এরপর, এক প্রতিক্রিয়ায় আবু সাদিক কায়েম বলেছেন, “ডাকসু নির্বাচনে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের কাছে তাদের ভোটের আস্থা রেখেছে, সেটি রক্ষা করা হবে।” তিনি আরও বলেন, “যেকোনো দল, মত ও আদর্শের শিক্ষার্থীকে নিয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করছি।”
এ সময় জিএস পদে বিজয়ী এস এম ফরহাদ বলেন, “এটি আমার বা আমার ব্যক্তিগত বিজয় নয়, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর বিজয়।” তিনি বলেন, “আমরা দায়িত্ব পালনকালে কোনো ভুল করলে শিক্ষার্থীরা যেন আমাদের শুধরে দেয়।”
ডাকসু নির্বাচনে ভিপি (সহ-সভাপতি) পদে ১৪ হাজার ৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আবু সাদিক কায়েম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট।
জিএস পদে বিজয়ী এস এম ফরহাদ পেয়েছেন ১০ হাজার ৭৯৪ ভোট, ছাত্রদলের প্রার্থী শেখ তানভীর বারি হামিম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট। একইভাবে, এজিএস পদে শিবিরের মুহা. মহিউদ্দিন খান পেয়েছেন ১১ হাজার ৭৭২ ভোট, ছাত্রদলের তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫ হাজার ৬৪ ভোট।
এ নির্বাচনে ২৮টি পদে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে নারী প্রার্থী ৬২ জন। ভোটগ্রহণ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এবং এটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচন।
পাঠকের মন্তব্য