বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নামে ভিত্তিহীন বক্তব্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা শনাক্ত করেছে ফ্যাক্টওয়াচ।
বাংলাদেশে গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধে কাজ করা এই স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা জানায়, সম্প্রতি সামাজিক মাধ্যমে নজরুল ইসলাম খানের একটি ভুয়া বক্তব্য ছড়ানো হয়। সেখানে দাবি করা হয়, তিনি নাকি বিএনপির কর্মীদের ধানমন্ডি ৩২ নম্বরের (বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন) বিষয়ে সংযত থাকতে বলেছেন এবং ভবিষ্যতে এই বাড়ি ভাঙার দায় বিএনপির ওপর বর্তাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।
ফ্যাক্টওয়াচ অনুসন্ধানে প্রমাণ পেয়েছে, এই বক্তব্য সম্পূর্ণ ভুয়া। ‘ডিবিসি নিউজ’ নামের একটি টিভি চ্যানেলের ফটোকার্ড ব্যবহার করে কথিত মন্তব্যটি ছড়ানো হলেও, প্রতিষ্ঠানটি স্পষ্টভাবে জানিয়েছে—এ ধরনের কোনো ফটোকার্ড তারা প্রকাশ করেনি। অন্য কোনো উৎস থেকেও নজরুল ইসলাম খানের এমন বক্তব্যের সত্যতা মেলেনি।
ফ্যাক্টওয়াচ এ ধরনের ফটোকার্ডকে বিকৃত ও ভুয়া হিসেবে আখ্যা দিয়েছে। সংস্থাটি জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, খবর ও গুজব ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব ক্ষেত্রে তারা নিয়মিত ফ্যাক্ট চেক করে জনসাধারণকে সঠিক তথ্য জানিয়ে যাচ্ছে।
পাঠকের মন্তব্য