খাদ্য মন্ত্রণালয়ের ‘বোরো সংগ্রহ কর্মসূচি-২০২৫’ সফলভাবে সম্পন্ন হয়েছে। সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান ও চাল সংগ্রহ করা হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
কর্মসূচিতে মোট ৩,৭৬,৯৪২ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে, যা নির্ধারিত লক্ষ্যমাত্রা ৩,৫০,০০০ মেট্রিক টন ছাড়িয়ে গেছে। একই সঙ্গে সিদ্ধ চাল সংগ্রহ করা হয়েছে ১৪,০৬,৫৩৩ মেট্রিক টন, যা লক্ষ্যকে ছাড়িয়ে গেছে।
এছাড়া এবার আতপ চাল সংগ্রহ হয়েছে ৫১,৩০৭ মেট্রিক টন, যা নির্ধারিত লক্ষ্য ৫০,০০০ মেট্রিক টনের চেয়ে বেশি। এই কর্মসূচি গত ১৫ আগস্ট শেষ হয়েছে।
খাদ্য মন্ত্রণালয় জানায়, ধান ৩৬ টাকা প্রতি কেজি এবং চাল ৪৯ টাকা প্রতি কেজি দরে ক্রয় করা হয়েছে। সরকারের এই উদ্যোগ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং কৃষকের সহায়তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
একজন কৃষক বলেন, “সরকারি নির্ধারিত দরে ধান ও চাল ক্রয় আমাদের জন্য সহায়ক। এতে আমাদের উৎপাদিত ফসল বিক্রি করা সহজ হচ্ছে এবং পুষ্টি নিরাপত্তায় দেশের অবদান বাড়ছে।”
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এই কর্মসূচির মাধ্যমে খাদ্য মজুত বৃদ্ধি এবং দেশের ন্যায্য মূল্যে খাদ্য সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়েছে।
পাঠকের মন্তব্য