বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্র সংসদ (ব্রাকসু) নির্বাচনের দাবিতে শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেছেন। সোমবার (১৮ আগস্ট) সকালে জানা গেছে, কর্মসূচির ২৩ ঘণ্টা পেরোলে চারজন শিক্ষার্থী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন।
অনশনরত শিক্ষার্থী আশিকুর রহমান জানান, রোববার (১৭ আগস্ট) রাত ১২টার দিকে অসুস্থ হয়ে পড়েছেন সমাজবিজ্ঞান বিভাগের ১৬তম ব্যাচের জাহিদ হাসান জয়, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১৪তম ব্যাচের মাহিদুল ইসলাম মাহিদ, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৪তম ব্যাচের রুম্মানুল ইসলাম রাজ এবং শিক্ষার্থী সুমন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স পাঠালে শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেন। এরপর সেখানেই স্যালাইনের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রুম্মানুল ইসলাম রাজ বর্তমানে কিছুটা সুস্থ রয়েছেন।
শিক্ষার্থীরা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের জন্য একটি স্পষ্ট রোডম্যাপ ঘোষণা না হওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন। তারা অভিযোগ করেছেন, “বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৭ বছর পার হলেও একবারও ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এতে শিক্ষার্থীরা তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।”
বিশ্ববিদ্যালয় মেডিকেল সূত্র জানায়, অনশনের সঙ্গে সংহতি জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী এবং রেজিস্ট্রার ড. হারুন অর রশিদও সোমবার সকালে কোনো কিছু না খেয়ে অবস্থান করায় তাদেরও শরীরে প্রেসার বেড়ে যায়।
অনশনে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন— জাহিদ হাসান জয়, শিবলী সাদিক, কায়সার, মাহীদ, আশিকুর রহমান, আরমান হোসেন, নয়ন মিয়া, আতিকুর রহমান এবং রুম্মানুল ইসলাম রাজ। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে গত রোববার (১৭ আগস্ট) বেলা ১১টায় অনশন শুরু করেন।
পাঠকের মন্তব্য