বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, দেশের অর্থনীতির প্রধান লক্ষ্য হওয়া উচিত ব্যয় থেকে উদ্বৃত্ত তৈরি করা।
রোববার রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় অনুষ্ঠিত ‘অটোমোবাইলস অ্যান্ড এগ্রো-মেশিনারি ফেয়ার ২০২৫—রোড টু মেইড ইন বাংলাদেশ’ শীর্ষক মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শেখ বশিরউদ্দীন বলেন, “আমরা ৪০০ বিলিয়ন ডলারের অর্থনীতির দেশ। তারপরও উদ্বৃত্ত হতে পারছি না। সম্পদের পরিমাণ বিবেচনা না করে অতিরিক্ত ব্যয় করলে উদ্বৃত্ত তৈরি হবে না। ভবিষ্যৎ শক্তিশালী অর্থনীতি গড়তে হলে নিজস্ব সক্ষমতার ভিত্তিতে ব্যয় থেকে উদ্বৃত্ত গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, “শুধু নীতিগত সহায়তায় দীর্ঘমেয়াদি অগ্রগতি সম্ভব নয়। গার্মেন্টস ছাড়া অন্য কোনো খাত পলিসি সাপোর্ট নিয়ে টেকসই সাফল্য পায়নি। স্বাধীনতার আগে দেশে কাগজ, ইস্পাত, কেমিক্যাল, টেক্সটাইলসহ শিল্প গড়ে উঠলেও স্বাধীনতার পর উৎপাদনমুখী শিল্পে আগ্রহ কমে যায়। নতুন উদ্যোক্তা শ্রেণি গড়ে তুলতে হলে শিল্পোন্নয়নের দিকে জোর দিতে হবে।”
বাণিজ্য উপদেষ্টা জানান, উন্নত বিশ্বও এখন নিজস্ব শিল্প পুনরুদ্ধারে কাজ করছে এবং বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপরও বাড়তি শুল্ক আরোপ করা হচ্ছে। তাই উৎপাদনশীল শিল্পে বিনিয়োগ বাড়ানো জরুরি। স্থানীয়ভাবে গাড়ি ও মোটরসাইকেলের ইঞ্জিন তৈরি সম্ভব হলে এ খাত থেকে বড় অর্থনৈতিক সুফল পাওয়া যাবে।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কৃষি সচিব মো. এমদাদ উল্লাহ মিয়ান, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ, বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী ও ডিএসসিসিআই সভাপতি তাসকিন আহমেদ।
বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) আয়োজিত দুই দিনব্যাপী এ মেলায় সহযোগিতা করে বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এবং অ্যাগ্রিকালচার মেশিনারি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। সমাপনীতে বাণিজ্য উপদেষ্টা বিভিন্ন স্টল ঘুরে দেখেন ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
পাঠকের মন্তব্য