![]()
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি “তৃতীয় বিশ্বের দেশ” থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করার পরিকল্পনা করছেন। তবে কোন কোন দেশকে তিনি ‘তৃতীয় বিশ্ব’ হিসেবে চিহ্নিত করছেন, সে বিষয়ে কোনো স্পষ্টতা দেননি।
ওয়াশিংটনে একজন আফগান নাগরিকের গুলিতে দুজন ন্যাশনাল গার্ড সেনা আহত হওয়ার একদিন পর বৃহস্পতিবার ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে এই কঠোর অবস্থানের ঘোষণা দেন।
‘লাখ লাখ’ অভিবাসন অনুমোদন বাতিলের হুমকি
সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লিখেছেন—
“যুক্তরাষ্ট্রের ব্যবস্থা পুরোপুরি স্থিতিশীল করতে আমি তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসন স্থায়ীভাবে স্থগিত করব।”
তিনি আরও হুমকি দিয়ে বলেন, তাঁর পূর্বসূরি জো বাইডেনের আমলে দেওয়া ‘লাখ লাখ’ অভিবাসন অনুমোদন বাতিল করা হবে এবং যুক্তরাষ্ট্রের জন্য ‘প্রকৃত সম্পদ’ নন—এমন যে কাউকে দেশ থেকে বের করে দেওয়া হবে।
১৯টি দেশের গ্রিনকার্ড পুনর্মূল্যায়ন
এই ঘোষণার আগে ট্রাম্প প্রশাসন জানায়, ঝুঁকিপূর্ণ বা ‘উদ্বেগের তালিকায় থাকা’ ১৯টি দেশ থেকে আসা নাগরিকদের গ্রিনকার্ড পুনরায় পর্যালোচনা করা হবে।
মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (USCIS)–এর পরিচালক জোসেফ এডলো জানান—
প্রেসিডেন্টের নির্দেশনায় ওই দেশগুলোর প্রত্যেক গ্রিনকার্ডধারীর নিরাপত্তা ও যোগ্যতা নতুনভাবে যাচাই করা হবে।
রাজনৈতিক ও মানবাধিকার মহলে বিতর্ক তুঙ্গে
ট্রাম্পের ঘোষণাকে ইতিমধ্যে মানবাধিকার সংগঠনগুলো “বর্ণগতভাবে পক্ষপাতদুষ্ট” ও “অবাস্তব” বলে সমালোচনা করছে। অভিবাসনবিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের সিদ্ধান্ত বাস্তবায়ন হলে লাখ লাখ মানুষ আইনি জটিলতায় পড়ে যেতে পারেন।
পাঠকের মন্তব্য