![]()
ই- বাংলাদেশ ডেস্ক
ঢাকা, ১৫ নভেম্বর ২০২৫: মিরপুরের দক্ষিণ বিশিল এলাকায় অবস্থিত জামিউল ফাত্তাহ্ সাদা মাজার মসজিদ প্রাঙ্গণে বিনামূল্যে চোখের চিকিৎসা ও স্ক্রিনিং ক্যাম্প আয়োজন করেছে Lions Club of Dhaka Victory এবং দক্ষিণ বিশিল স্বাস্থ্য কেন্দ্র (প্রয়াস)। সকাল ৯টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে বিপুল সংখ্যক রোগী চোখের পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ গ্রহণ করেন।
ক্যাম্পে চোখ পরীক্ষা শেষে পাওয়া ৬০ জন ছানি রোগীর (cataract patient) বিনামূল্যে অপারেশন ও লেন্স প্রতিস্থাপনের দায়িত্ব গ্রহণ করেছে Lions Eye Hospital। শিগগিরই তাদের সার্জারি সম্পন্ন করা হবে বলে আয়োজকরা জানিয়েছে।
চোখের চিকিৎসা কার্যক্রম পরিচালনায় বিশেষ অবদান রাখার জন্য আয়োজকরা Lions Faridul Haque এবং মসজিদের খাদেম জনাব সামসুল হক–কে আন্তরিক কৃতজ্ঞতা জানান।
কর্মসূচির মধ্যবর্তী সময়ে একটি সংক্ষিপ্ত সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়। সেশনটি সঞ্চালনা করেন Eye Screening Camp–এর কনভেনার এবং IDS Address Maker Ltd.–এর ম্যানেজিং ডিরেক্টর জনাব এজেএম সাজেদুর রহমান। আলোচনা পর্বে তিনি বলেন,
“অর্থনৈতিক সামর্থ্যের অভাবে অনেকেই চোখের উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত হন। আমরা চাই সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে এবং সেবামূলক কাজে নিজেদের আরও নিবেদিত করতে।”
Lions Club of Dhaka Victory–এর সদস্যরা জানান, ভবিষ্যতে এ ধরনের স্বাস্থ্যসেবা আরও বিস্তৃত পরিসরে চালু করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।