ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন প্রক্রিয়ায় অর্থের প্রভাব ও অনৈতিক লেনদেন বন্ধের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক, কবি ও কথাসাহিত্যিক মাহবুব মোর্শেদ।
তিনি বলেন, “নির্বাচনের আগে টাকার খেলা কঠোরভাবে বন্ধ করতে হবে। ভোট কেনাবেচা, মনোনয়ন বাণিজ্য ও প্রশাসনকে প্রভাবিত করার মতো কর্মকাণ্ড রোধ করতে পারলেই জনগণের একটি প্রকৃত সংসদ গঠন সম্ভব হবে।”
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন।
মাহবুব মোর্শেদ বলেন, “যারা এখন থেকেই ভাবছেন মনোনয়ন কিনবেন, ভোট কিনবেন কিংবা কর্মকর্তাদের প্রভাবিত করবেন—তাদের বিরুদ্ধে তফসিল ঘোষণার পর থেকেই কঠোর আইন প্রয়োগ করতে হবে। তাহলেই আমরা একটি অর্থবহ সংসদ পাব।”
তিনি আরও বলেন, “নির্বাচন যেন একদিনের ইভেন্ট না হয়ে একটি দীর্ঘমেয়াদি গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতিফলন হয়—এই প্রত্যাশা আমাদের সবার। নির্বাচন কমিশন চাইলে এ ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করতে পারে।”
পাঠকের মন্তব্য