ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ মঙ্গলবার তৃতীয় দিনের মতো সংসদীয় আসনের পুনঃনির্ধারিত সীমানা নিয়ে ঢাকা অঞ্চলের দাবি ও আপত্তির ওপর শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মানিকগঞ্জ-১, ২, ৩; নরসিংদী-৪ ও ৫; নারায়ণগঞ্জ-৩, ৪ ও ৫ আসনের শুনানি অনুষ্ঠিত হয়। আর দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকা-১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ১০, ১৪, ১৫, ১৬, ১৮ ও ১৯ আসনের ওপর শুনানি চলছে।
রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনের অডিটোরিয়ামে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ শুনানি হয়। এতে অন্য নির্বাচন কমিশনাররা ও ইসি সচিবালয়ের সচিব উপস্থিত ছিলেন।
শুনানিতে আবেদনকারীদের পক্ষে আইনজীবীরা এবং আবেদনকারীরা নিজেরাও বক্তব্য দেন। দাবি-আপত্তি বিষয়ে উভয় পক্ষের বক্তব্য শুনে কমিশন আইন ও বিধি অনুযায়ী নিরপেক্ষ সমাধানের আশ্বাস দিয়েছে।
আগামীকাল বুধবার (২৭ আগস্ট) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ফরিদপুর ও সিলেট অঞ্চলের দাবি-আপত্তির ওপর শুনানি হবে। সকালে পঞ্চগড়-১, ২; রংপুর-১; কুড়িগ্রাম-৪; সিরাজগঞ্জ-২, ৫, ৬; পাবনা-১ আসন এবং বিকেলে টাঙ্গাইল-৬, জামালপুর-২, কিশোরগঞ্জ-১, সিলেট-১, ফরিদপুর-১, ৪, মাদারীপুর-২, ৩, শরীয়তপুর-২ ও ৩ আসনের শুনানি হবে।
ইসির আইন শাখা শুনানি শেষে রায় সংশ্লিষ্টদের জানাবে। এ পর্যন্ত মোট ৮৩টি আসনের সীমানা নিয়ে ১ হাজার ৭৬০টি দাবি-আপত্তি জমা পড়েছে ইসিতে। এগুলো নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করা হবে।
পাঠকের মন্তব্য