বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্কে গত ২৪ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবসের প্রথমবার্ষিকী উপলক্ষে এক মতবিনিময় সভায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছে মিশন।
আজ মঙ্গলবার এক সরকারি তথ্যবিবরণীতে জানানো হয়, কনস্যুলেটে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম। অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। নিরাপত্তার স্বার্থে আগেই নিউইয়র্ক সিটি পুলিশ কনস্যুলেট এলাকায় মোতায়েন ছিল।
তথ্যবিবরণীতে বলা হয়, অনুষ্ঠানটি পণ্ড করার উদ্দেশ্যে বিকেল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কনস্যুলেটের সামনে অবস্থান নেন। তারা সরকারবিরোধী স্লোগান, অশ্রাব্য ভাষায় গালিগালাজ, আমন্ত্রিত অতিথিদের ধাওয়া ও ডিম নিক্ষেপসহ বিভিন্ন অপকৌশল অবলম্বন করেন। একপর্যায়ে পাশের অফিসের কাঁচের দরজায় আঘাত করে ফাটল ধরান। পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে কয়েকজনকে আটক করে।
মিশনের পক্ষ থেকে জানানো হয়, এসব কর্মকাণ্ডের মাধ্যমে প্রধান অতিথিকে হেনস্তা করার চেষ্টা করা হলেও তিনি নির্ধারিত সময়ে নিরাপদে অনুষ্ঠানস্থলে প্রবেশ ও প্রস্থান করেন। পুলিশও পুরো সময় সতর্ক অবস্থানে ছিল।
দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কনস্যুলেট জেনারেল ইতোমধ্যে স্থানীয় পুলিশ, মেয়র ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের স্থানীয় অফিসে চিঠি দিয়েছে।
মিশনের দাবি, প্রধান অতিথির সঙ্গে উসকানিদাতাদের কোনো ধরনের যোগাযোগ বা সাক্ষাৎ হয়নি। ব্যর্থ হয়ে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ও প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মিশন।
পাঠকের মন্তব্য