ফরিদপুরে গত ১০ দিনে পেঁয়াজের দাম মণপ্রতি এক হাজার টাকা বেড়েছে। পাইকারি বাজারে এই দরবৃদ্ধির প্রভাব পড়েছে খুচরা বাজারেও, যেখানে কেজিপ্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কমে যাওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
জেলার কানাইপুর, সালথা, বোয়ালমারী ও নগরকান্দার বাজার ঘুরে দেখা গেছে, প্রকারভেদে কেজিপ্রতি ৬০ থেকে ৭৫ টাকায় পেঁয়াজ বিক্রি হচ্ছে। খুচরা বিক্রেতাদের দাবি, চাষিরা বর্তমানে পাটের কাজে ব্যস্ত থাকায় পাইকারি বাজারে পেঁয়াজের সরবরাহ কম। অন্যদিকে বড় চাষিদের কাছের মজুত পেঁয়াজ আড়তদারদের নিয়ন্ত্রণে থাকায় দর নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না।
ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৌসুমে জেলায় ৩৮ হাজার হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়েছে, উৎপাদন হয়েছে প্রায় ৬ লাখ ৭৭ হাজার টন। মৌসুমের সময় চাষিরা মণপ্রতি দেড় হাজার টাকার বেশি পাননি, তবে বর্তমানে পাইকারি বাজারে দাম বেড়ে দাঁড়িয়েছে আড়াই হাজার থেকে ২ হাজার ৬০০ টাকা।
ক্রেতারা অভিযোগ করছেন, হঠাৎ দাম বাড়ায় সীমিত আয়ের মানুষ কাঁচা পণ্য কিনতে হিমশিম খাচ্ছেন। তারা সরকারের কাছে বাজার নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোহরাব হোসেন জানিয়েছেন, জেলা প্রশাসন ও ভোক্তা অধিদপ্তরের যৌথ তদারকি অব্যাহত রয়েছে, এবং কেউ পেঁয়াজ মজুত করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাঠকের মন্তব্য