ভাড়াটেকে উচ্ছেদ করে সম্পত্তির ভাড়া মাসে ৭০০ পাউন্ড বাড়ানোর অভিযোগের জেরে যুক্তরাজ্যের গৃহহীনতা-বিষয়ক মন্ত্রী ও বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রুশনারা আলী পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয় তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে।
ব্রিটিশ গণমাধ্যমের খবরে বলা হয়, গত নভেম্বরে রুশনারার পূর্ব লন্ডনের একটি বাড়ির ভাড়াটেদের জানানো হয়, বিক্রির জন্য চুক্তি নবায়ন হবে না। পরে সেই বাড়ি পুনরায় ভাড়ার বিজ্ঞাপন দিয়ে আগের চেয়ে ৭০০ পাউন্ড বেশি ভাড়া দাবি করা হয়।
এই ঘটনায় বিরোধী দল ও আবাসনবিষয়ক সংগঠনগুলোর তীব্র সমালোচনার মুখে পদত্যাগের সিদ্ধান্ত নেন রুশনারা। পদত্যাগপত্রে তিনি সব আইনি বাধ্যবাধকতা মেনে চলার দাবি করে লেখেন, বর্তমান পরিস্থিতিতে তার পদে থাকা সরকারের কাজ থেকে মনোযোগ সরিয়ে দেবে।
প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রুশনারার অবদানকে শ্রদ্ধা জানিয়ে বলেন, তার অনুপস্থিতি মন্ত্রণালয়ে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে।
রুশনারা আলী ২০১০ সালে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি নির্বাচিত হন এবং গত বছর টানা পঞ্চমবারের মতো জেতেন। তার পৈতৃক নিবাস সিলেটের বিশ্বনাথ উপজেলার বুরকি গ্রামে।
পাঠকের মন্তব্য