![]()
ত্রয়োদশ সংসদ নির্বাচনে কোনো ধরনের ষড়যন্ত্র জনগণ সফল হতে দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, জনগণ যদি মন স্থির করে, তাহলে ষড়যন্ত্র কখনো সফল হবে না।
মঙ্গলবার রাজধানীর ফার্মগেইটে কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির আয়োজনে ‘দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি’ শীর্ষক অনুষ্ঠানে তিনি বলেন, “আজকে একটি জরিপ রিপোর্ট প্রকাশিত হয়েছে। এতে প্রশ্ন করা হয়েছিল, এই নির্বাচনে বেশি আসন কোন দল পাবে। শতকরা ৬৬ ভাগ উত্তরদাতা বলেছে বিএনপি। আর শতকরা ২৬ ভাগ বলেছে জামায়াতে ইসলামী। অন্যান্য দলগুলোর ভোটের হার এক ভাগেরও কম।”
নজরুল ইসলাম খান আরও বলেন, “কিছু মানুষ হতাশ বা নিরাশ হয়ে ষড়যন্ত্রের আশ্রয় নিতে পারে। কিন্তু জনগণ যারা নিজেরা মন স্থির করেছে, তারা কখনো ষড়যন্ত্রকে সফল হতে দেবে না। এটা সবাইকে মনে রাখতে হবে।”
তিনি অনুষ্ঠানকালে দেশ গড়ার পরিকল্পনা, জনমত ও দলীয় লক্ষ্য বাস্তবায়নের গুরুত্বও উল্লেখ করেন।
পাঠকের মন্তব্য