
চলতি বছরের জুনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারিকৃত ঘোষণা অনুযায়ী ১২টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা এবং আরও ৭টি দেশের ওপর ভ্রমণ সীমাবদ্ধতা আরোপ করা হয়েছিল। এবার সেই তালিকা আরও বিস্তারের ইঙ্গিত দিয়েছেন মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সেক্রেটারি ক্রিস্টি নোয়েম।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, যুক্তরাষ্ট্র অতিরিক্ত ৩০টিরও বেশি দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। সংখ্যাটি ৩২ কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “নির্দিষ্ট সংখ্যা বলতে চাই না, তবে এটা ৩০-এর বেশি। প্রেসিডেন্ট আরও কয়েকটি দেশ নিয়ে মূল্যায়ন করছেন।”
নোয়েমের যুক্তি, যেসব দেশের সরকার অস্থিতিশীল বা নাগরিকদের যথাযথ পরিচয় শনাক্ত করতে পারে না, সেসব দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া নিরাপদ নয়। তিনি বলেন, “যদি তারা নিজেদের মানুষকে ঠিকভাবে শনাক্ত করতে না পারে, তাহলে আমরা তাদের কেন যুক্তরাষ্ট্রে আসতে দেব?”
সুরক্ষা ও বিদেশী সন্ত্রাসী হুমকি মোকাবেলার জন্যই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানানো হয়। নিষেধাজ্ঞা অভিবাসী, পর্যটক, শিক্ষার্থী ও ব্যবসায়ীসহ সব ধরনের ভ্রমণকারীর ক্ষেত্রে প্রযোজ্য হবে।
রয়টার্সের আগের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, ট্রাম্প প্রশাসন আরও ৩৬টি দেশকে নিষেধাজ্ঞার তালিকায় যুক্ত করার বিষয়টি বিবেচনা করছে— যা স্টেট ডিপার্টমেন্টের একটি অভ্যন্তরীণ নথিতে উঠে এসেছিল। তালিকা বাড়ানো হলে ওয়াশিংটন ডিসিতে দুই ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করে হত্যার ঘটনার পর এটি হবে অভিবাসনসংক্রান্ত বড় ধরনের নতুন পদক্ষেপ।
পাঠকের মন্তব্য