
ChatGPT said:
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুই দিনের সরকারি সফরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। দিল্লির পালাম বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিমানবন্দরে মোদি ও পুতিন পরস্পরকে আলিঙ্গন করেন এবং হাত মেলান। এরপর প্রথা ভেঙে দুজনই একই গাড়িতে করে বিমানবন্দর ত্যাগ করেন—যা মোদির কূটনৈতিক আচরণে অত্যন্ত বিরল ঘটনা।
বিমানবন্দর থেকে তারা সরাসরি যান প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ৭ লোককল্যাণ মার্গে, যেখানে পুতিনের সম্মানে প্রাইভেট ডিনারের আয়োজন করেছেন মোদি। সেখানে দুই নেতা অনানুষ্ঠানিক আলোচনায় অংশ নেবেন। শুক্রবার অনুষ্ঠিত হবে তাদের আনুষ্ঠানিক বৈঠক।
ছবি: এএফপি
এর আগে ১ সেপ্টেম্বর চীনে এসসিও শীর্ষ সম্মেলনের সময়ও মোদি পুতিনের গাড়িতে উঠেছিলেন—যা নিয়ে ব্যাপক আলোচনাও হয়েছিল।
বিশেষজ্ঞদের মতে, মোদি ও পুতিনের এই ঘনিষ্ঠতা আন্তর্জাতিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহার মতে, ভারত–রাশিয়া আলোচনায় এস-৪০০ ও এস-৫০০ এয়ার ডিফেন্স সিস্টেম, উন্নত সুখোই যুদ্ধবিমান ও প্রযুক্তি হস্তান্তর, স্থানীয় উৎপাদন লাইসেন্স এবং সাবমেরিন কেনাসহ গুরুত্বপূর্ণ সামরিক সহযোগিতা নিয়ে কথা হতে পারে।
পাঠকের মন্তব্য