
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, অনিবার্য কোনো পরিস্থিতি সৃষ্টি না হলে বিএনপি নির্বাচনী প্রক্রিয়ার বাইরে যেতে চায় না। তিনি বলেন, “আমরা চাই যথাসময়ে নির্বাচন হোক। তফসিল ঘোষণার নির্ধারিত সময় নিয়ে আমাদের আপত্তি নেই।”
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। নজরুল ইসলাম খানের নেতৃত্বে বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন ইসমাইল জবিউল্লাহ ও ইসির সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া।
বৈঠকে ভোটারদের অধিকার নিশ্চিত করা, ভোট গ্রহণ দীর্ঘায়িত না হওয়া এবং দুটি ব্যালট পেপারের কারণে সম্ভাব্য জটিলতা—এ বিষয়ে বিএনপি একাধিক প্রস্তাব দিয়েছে। এর মধ্যে ছিল ভোটের সময় বাড়ানো (সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৫টা), প্রতি বুথে ভোটার সংখ্যা কমানো, মার্কিং প্লেস ও ব্যালট বাক্সের সংখ্যা বাড়ানো।
নজরুল ইসলাম খান জানান, ইসি এসব প্রস্তাব নিয়ে আলোচনা করছে এবং আগামী রোববারের বৈঠকে সিদ্ধান্ত দেবে।
তারেক রহমানের ভোটার তালিকা প্রসঙ্গে তিনি বলেন, তিনি বাংলাদেশের নাগরিক—নাম অন্তর্ভুক্ত করার সময় এখনো শেষ হয়নি, কমিশন চাইলে যোগ করতে পারে।
এছাড়া বৈঠকে ভোটার শনাক্তকরণে এনআইডির পাশাপাশি পাসপোর্টকে বৈধ নথি হিসেবে গ্রহণ করার অনুরোধ জানায় বিএনপি। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকারে অংশগ্রহণ নিশ্চিত করতেই এই প্রস্তাব বলে জানান নজরুল ইসলাম খান।
ব্যালট পেপার ছাপানোর ক্ষেত্রে কোনো প্রাইভেট প্রেস ব্যবহার না করার বিষয়েও বিএনপি উদ্বেগ জানায়। ইসি প্রতিনিধি দলকে জানিয়েছে—ব্যালট শুধুমাত্র সরকারি প্রেসেই ছাপানো হবে।
পাঠকের মন্তব্য