![]()
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত মঙ্গলবারের মতোই স্থিতিশীল রয়েছে। চিকিৎসকদের মতে, তিনি ওষুধে সাড়া দিচ্ছেন এবং গত দুই-তিন দিন ধরে অবস্থায় বড় কোনো পরিবর্তন হয়নি।
এদিকে বিদেশি বিশেষজ্ঞদের উপস্থিতি বাড়ছে। গতকাল সকালে যুক্তরাজ্যের চিকিৎসক রিচার্ড বিল ঢাকায় এসে মেডিকেল বোর্ডে যোগ দেন। রাত ৯টার পর চীন থেকে চার সদস্যের আরেকটি চিকিৎসক দলও ঢাকায় পৌঁছে বোর্ডের সঙ্গে আলোচনায় অংশ নেয়।
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, দেশি-বিদেশি চিকিৎসকদের পরামর্শে খালেদা জিয়ার চিকিৎসা চলছে এবং আগামী কয়েক দিনের মধ্যেই পরিস্থিতির অগ্রগতি বোঝা যাবে।
হাসপাতালে ভিড় না করতে অনুরোধ জানিয়ে তিনি বলেন, খালেদা জিয়ার সুস্থতার জন্য সবাইকে যার যার অবস্থান থেকে দোয়া করার আহ্বান জানানো হচ্ছে। একইসঙ্গে চিকিৎসক টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এভারকেয়ার হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজিবির দুই প্লাটুন সদস্য মোতায়েন রয়েছে এবং এসএসএফ নিরাপত্তা প্রটোকল অনুযায়ী নিকটবর্তী মাঠে সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টারের পরীক্ষামূলক অবতরণ-উড্ডয়ন হবে বলে জানানো হয়েছে।
গত ২৩ নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন খালেদা জিয়া। ২৭ নভেম্বর অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে নেয়া হয়। এরপর থেকেই দেশি চিকিৎসকদের পাশাপাশি বিদেশ থেকেও বিশেষজ্ঞরা চিকিৎসায় যুক্ত হচ্ছেন।
তার রোগমুক্তি কামনায় ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল এবং বিদেশেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। বিএনপি নেতারা দাবি করেছেন, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার জন্য আগের আওয়ামী লীগ সরকার দায়ী।
পাঠকের মন্তব্য