![]()
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত এক দিনে দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৩৯ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৯৯ জন রোগী চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৮১ হাজার ৪৪২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ হাজার ৯৯৭ জনে। গত এক দিনে নিহত পাঁচজনই ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৬ জনে।
পাঠকের মন্তব্য