![]()
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন, বিবিসির অনুসন্ধানী অনুষ্ঠান ‘প্যানোরামা’ তার ২০২১ সালের ৬ জানুয়ারির দেওয়া ভাষণের একটি অংশ ভুলভাবে সম্পাদনা করে প্রচার করেছে, যা শুনে মনে হয় তিনি যেন ক্যাপিটল হিলে হামলার জন্য মানুষকে উসকানি দিচ্ছেন। গত শুক্রবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আগামী সপ্তাহের যেকোনো সময় তিনি ১ থেকে ৫ বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতিপূরণের মামলা করতে পারেন। তার দাবি—বিবিসি ‘প্রতারণা’ করেছে এবং তার বক্তব্যকে বিকৃত করেছে, যা ক্ষমার অযোগ্য।
বিবিসি ইতোমধ্যে স্বীকার করেছে যে সম্পাদনার ভুল হয়েছিল এবং অনিচ্ছাকৃত উপস্থাপনার কারণে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। সংস্থার চেয়ারম্যান সামির শাহ হোয়াইট হাউসে চিঠি পাঠিয়ে এ জন্য দুঃখ প্রকাশ করেন এবং জানান যে বিতর্কিত তথ্যচিত্রটি আর কোনো প্ল্যাটফর্মে প্রচার করা হবে না। তবে বিবিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা কোনো আর্থিক ক্ষতিপূরণ দেবে না, কারণ তাদের ধারণা—এ ঘটনায় মানহানির অভিযোগের মতো কোনো আইনি ভিত্তি নেই। এর আগে ট্রাম্পের আইনজীবীরা বিবিসিকে সতর্ক করে জানিয়েছিলেন, ক্ষমা না চাইলে ও ক্ষতিপূরণ না দিলে ১ বিলিয়ন ডলারের মামলা করা হবে। এ ঘটনার জেরে বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং সংবাদ বিভাগের প্রধান ডেবোরাহ টারনেস ইতোমধ্যেই পদত্যাগ করেছেন।
পাঠকের মন্তব্য