![]()
বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা, গণমাধ্যমের স্বাধীনতা এবং নির্যাতনের শিকার ব্যক্তিদের পুনর্বাসনের জন্য ২৫ মিলিয়ন ডেনিশ ক্রোনা (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ কোটি টাকা) সহায়তা ঘোষণা করেছে ডেনমার্ক সরকার।
সোমবার (১০ নভেম্বর) ঢাকায় অবস্থিত ডেনমার্ক দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সহায়তা যাবে মানবাধিকার ও গণতন্ত্র রক্ষায়
দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অর্থ ডিগনিটি, আইএমএস (International Media Support) এবং ড্যানিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস—এই তিনটি সংস্থার সমন্বয়ে গঠিত একটি কনসোর্টিয়াম পরিচালনা করবে।
এ কনসোর্টিয়ামটি বাংলাদেশের স্থানীয় অংশীদার সংগঠনগুলোর সঙ্গে একত্রে মানবাধিকার, গণমাধ্যমের স্বাধীনতা ও নির্যাতনের শিকার ব্যক্তিদের সহায়তায় কাজ করবে।
“নাগরিক সমাজকে শক্তিশালী করার অনন্য সময়”— ডেনিশ রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার বলেন,
“এই মুহূর্তে বাংলাদেশে নাগরিক সমাজকে শক্তিশালী করার এবং মানবাধিকার লঙ্ঘন ও দায়মুক্তির মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলার এক অনন্য সুযোগ তৈরি হয়েছে।”
তিনি আরও যোগ করেন,
“আমরা বিশ্বাস করি, এই নতুন উদ্যোগ বাংলাদেশের জনগণের জন্য ন্যায়বিচার ও গণতান্ত্রিক সংস্কার এগিয়ে নিতে সহায়ক হবে। এই তিন সংস্থা মানবাধিকার ও গণতন্ত্র প্রচারে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন।”
ডেনমার্কের অঙ্গীকার: টেকসই গণতন্ত্রের পথে বাংলাদেশ
ডেনমার্ক দীর্ঘদিন ধরে বাংলাদেশে মানবাধিকার, টেকসই উন্নয়ন, এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করছে।
এই নতুন উদ্যোগকে দুদেশের মধ্যে গণতান্ত্রিক অংশীদারত্বের নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।
দূতাবাস জানায়, উদ্যোগটি আগামী তিন বছর ধরে চলবে এবং দেশের বিভিন্ন অঞ্চলে মাঠপর্যায়ে মানবাধিকার রক্ষাকারী সংগঠনগুলোকে প্রশিক্ষণ, সহায়তা ও নেটওয়ার্ক গঠনের সুযোগ করে দেবে।
পাঠকের মন্তব্য