
রাজধানীর মিরপুরের শাহ আলী মার্কেটের সামনে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সময়ে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসে অগ্নিসংযোগ করা হয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর সংলগ্ন শাহ আলী মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া একই সময় খিলগাঁও ফ্লাইওভারের ওপরও একটি ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
পুলিশ জানায়, পরপর তিনটি ককটেল বিস্ফোরিত হয়। কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, মিরপুর–১০ নম্বরের ফুটওভার ব্রিজের ওপর থেকে কেউ বিস্ফোরণ ঘটিয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
অন্যদিকে, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনের রাস্তায় শান্ত–মারিয়াম বিশ্ববিদ্যালয়ের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসে থাকা শিক্ষার্থীরা নিরাপদে নেমে আসায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা শিহাব সরকার জানান, খবর পেয়ে মোহাম্মদপুর স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ধানমন্ডি বিভাগের সহকারী কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, বাসে আগুন লাগার পর শিক্ষার্থীরা দ্রুত বেরিয়ে আসেন, ফলে কোনো ক্ষতি হয়নি।
এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর চারটি স্থানে সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে মিরপুরে গ্রামীণ ব্যাংকের সামনে একটি, মোহাম্মদপুরে ‘প্রবর্তনা’র সামনে ও ভেতরে দুটি, ধানমন্ডির মাইডাস সেন্টারের সামনে দুটি এবং ইবনে সিনা হাসপাতালের সামনে আরও দুটি ককটেল বিস্ফোরণ হয়।
তাছাড়া ভোরে শাহজাদপুরে ভিক্টর পরিবহনের একটি বাস ও সকালে মেরুল বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির কাছে আকাশ পরিবহনের আরেকটি বাসে আগুন দেওয়া হয়।
পাঠকের মন্তব্য