
চলতি সপ্তাহের মধ্যেই এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে (আকু) ১.৬ বিলিয়ন ডলার পরিশোধ করতে যাচ্ছে বাংলাদেশ সরকার। এই আমদানি বিল পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৬ বিলিয়ন ডলারের নিচে নেমে আসবে বলে জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) জানান, “চলতি সপ্তাহে ১.৬ বিলিয়ন ডলার আকু বিল পরিশোধের পর রিজার্ভ ২৬ বিলিয়নের নিচে নেমে যেতে পারে।”
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২৭ অক্টোবর পর্যন্ত রিজার্ভের পরিমাণ ছিল ২৭.৩৭ বিলিয়ন ডলার। তবে এরপর থেকে হালনাগাদ তথ্য প্রকাশ করা হয়নি।
রেকর্ড অনুযায়ী, সর্বশেষ ২০২২ সালের জুলাই মাসে মে-জুন সময়ের আমদানি বিল হিসেবে বাংলাদেশ ১.৯৬ বিলিয়ন ডলার আকু বিল পরিশোধ করেছিল। এরপর থেকে আকু বিলের পরিমাণ নিম্নমুখী থাকলেও ২০২৩ সালের সেপ্টেম্বর-অক্টোবর পর্ব থেকে তা আবার বাড়তে শুরু করে। চলতি বছরের মে-জুন সময়কালের বিল ছিল প্রায় ২ বিলিয়ন ডলার— যা গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ।
জাতিসংঘের এশিয়া অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইএসক্যাপ) উদ্যোগে ১৯৭৪ সালের ৯ ডিসেম্বর আকু গঠিত হয়। সংস্থার সদর দপ্তর ইরানের তেহরানে অবস্থিত। বর্তমানে আকুর সদস্য দেশগুলো হলো— ভারত, বাংলাদেশ, ভুটান, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা।
পাঠকের মন্তব্য