![]()
জেনারেল অফিসার কমান্ডিং, সদর দপ্তর আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (জিওসি আর্টডক) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান জানিয়েছেন, “জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হলে আমরা সেনানিবাসে ফিরে যেতে চাই।”
বুধবার (৫ নভেম্বর) বনানী মেসে সেনা সদরের ব্রিফিংয়ে তিনি বলেন, “সেনা বাহিনীর প্রতিটি সদস্য সিনিয়ার সদস্য এবং নেতৃত্বের প্রতি শতভাগ একমত রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু স্বার্থনেশি মহল নানা অপপ্রচার চালাচ্ছে। আমরা বলতে চাই, যেকোনো সময়ের তুলনায় এখন সেনাবাহিনীর ভাতৃত্ববোধ অনেক বেশি শক্তিশালী।”
পাঠকের মন্তব্য