![]()
১৯৯৫ সালের আজকের দিনে ইসরায়েলের প্রধানমন্ত্রী ও নোবেলজয়ী আইজ্যাক রবিন ইহুদি চরমপন্থীর গুলিতে নিহত হন
আজ ৪ নভেম্বর। ১৯৯৫ সালের এই দিনে ইসরায়েলের প্রধানমন্ত্রী আইজ্যাক রবিন ইহুদি এক চরমপন্থীর হাতে নিহত হন। ১৯৯৪ সালে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত ও ইসরায়েলি রাজনীতিক শিমন পেরেসের সঙ্গে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার অর্জন করেছিলেন তিনি।
এছাড়াও ইতিহাসের এই দিনে বিশ্বজুড়ে ঘটেছে বহু উল্লেখযোগ্য ঘটনা, জন্ম নিয়েছেন বিশিষ্ট ব্যক্তিত্বরা এবং বিদায় নিয়েছেন অনেকে।
উল্লেখযোগ্য ঘটনা
- ১৭৯১: ব্রিটেনের কাছে মার্কিন জেনারেল আর্থার সেন্ট ক্লেয়ারের পরাজয়।
- ১৯২২: মিশরের ফারাও তুতেনখামেনের সমাধি আবিষ্কার।
- ১৯২৪: যুক্তরাষ্ট্রের প্রথম নারী গভর্নর হন নেলি টেলো রস।
- ১৯৪৬: ইউনেস্কো (জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা) প্রতিষ্ঠিত হয়।
- ১৯৭৯: তেহরানে মার্কিন দূতাবাস দখলের মধ্য দিয়ে শুরু হয় ইরান জিম্মি সংকট।
- ১৯৮০: যুক্তরাষ্ট্রের ৪০তম প্রেসিডেন্ট নির্বাচিত হন রোনাল্ড রিগ্যান।
- ২০০১: মুক্তি পায় হ্যারি পটার সিরিজের প্রথম চলচ্চিত্র।
- ২০০৮: বারাক ওবামা প্রথম আফ্রিকান-আমেরিকান হিসেবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন।
জন্ম
- ১৯০৮: জোসেফ রটব্লাট – পারমাণবিক অস্ত্রবিরোধী আন্দোলনের নেতা।
- ১৯৪৬: লরা ওয়েলচ বুশ – যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি।
- ১৯৫৭: টনি অ্যাবট – অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী।
- ১৯৬৯: ম্যাথিউ ম্যাককনাহে – মার্কিন অভিনেতা।
- ১৯৭০: শন কম্বস – মার্কিন র্যাপার ও সংগীত প্রযোজক।
মৃত্যু
- ১৮৯৫: ইউজিন ফিল্ড – আমেরিকান কবি।
- ১৯২১: হারা তাকাশি – জাপানের প্রধানমন্ত্রী।
- ১৯৪০: মানুয়েল আজানিয়া – স্পেনের প্রেসিডেন্ট।
- ১৯৪৪: স্যার জন গ্রিয়ার ডিল – ব্রিটিশ ফিল্ড মার্শাল।
পাঠকের মন্তব্য