![]()
জাতীয় ঐকমত্য কমিশনের উদ্দেশে আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “আমি অনুরোধ করছি, আপনারা স্ব স্ব কাজে ফিরে যান। বাংলাদেশের মানুষকে তাদের সিদ্ধান্ত নিতে দিন।”
শনিবার দুপুরে রাজশাহী জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আমীর খসরু বলেন, “ঐকমত্য কমিশনের কিছু সদস্য নিজেদের মতামত রাজনীতিবিদদের ওপর চাপিয়ে দিতে চাইছেন। অথচ ঐ কমিশন গঠনের উদ্দেশ্য ছিল জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা, মতামত চাপিয়ে দেওয়া নয়। এখন দেখা যাচ্ছে, তারাও নিজেদের অবস্থান জোর করে মানাতে চাইছেন—এটি গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও বলেন, “যারা ঐকমত্যের নামে নিজেদের মতামত জনগণ বা রাজনৈতিক দলের ওপর চাপিয়ে দিতে চান, তাদের প্রতি আমার অনুরোধ—আপনারা আপনারা যে কাজে ছিলেন, সেই জায়গায় ফিরে যান। বাংলাদেশের মানুষকে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে দিন। আসন্ন নির্বাচনে জনগণই ঠিক করবে কাকে তারা সমর্থন দেবে, কারা তাদের দাবি পূরণ করতে পারবে।”
মতামত চাপিয়ে দেওয়ার প্রবণতা বন্ধের আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, “ঐকমত্য কমিশন বা অন্য কেউ জনগণের ওপর তাদের মত চাপিয়ে দিতে পারে না। এ দায়িত্ব জনগণ কাউকে দেয়নি।”
ব্যবসায়ীদের উদ্দেশেও আহ্বান জানিয়ে আমীর খসরু বলেন, “যারা নির্বাচনের প্রক্রিয়া বিলম্বিত করতে বা প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের বিরুদ্ধে ব্যবসায়ী সমাজকে সোচ্চার হতে হবে। দেশের গণতন্ত্র, জনগণের অধিকার ও রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে সবাইকে এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, “যারা নিজেদের স্বার্থে গণতন্ত্রবিরোধী ষড়যন্ত্র করছে, তাদের বার্তা দিতে হবে—এই ষড়যন্ত্র বাংলাদেশে চলবে না। নির্বাচন ফেব্রুয়ারির প্রথম দিকেই হতে হবে। সেই নির্বাচনের মাধ্যমে একটি জনগণের কাছে দায়বদ্ধ সংসদ ও সরকার গঠিত হবে, যা দেশের গণতান্ত্রিক শৃঙ্খলা পুনরুদ্ধার করবে—যার জন্য বাংলাদেশের মানুষ দীর্ঘ ১৭ বছর ধরে ত্যাগ স্বীকার করে আসছে।”
পাঠকের মন্তব্য