
বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে দুই দেশই দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার এবং যৌথ উন্নয়নের পথে একসঙ্গে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
শনিবার সন্ধ্যায় ঢাকায় অনুষ্ঠিত “Join Hands to Act on the Four Global Initiatives and Promote Common Development of Bangladesh and China” শীর্ষক এক সেমিনারে এই অঙ্গীকার তুলে ধরা হয়।
চীনা দূতাবাস আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান (অব.) এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, ড. এস এম আসাদুজ্জামান রিপন, প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এবং জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজসহ বিশিষ্ট ব্যক্তিরা।
ড. লিউ তার বক্তব্যে বলেন, কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করতে চীনের প্রস্তাবিত চারটি বৈশ্বিক উদ্যোগ—উন্নয়ন, নিরাপত্তা, সভ্যতা এবং শাসনব্যবস্থা—ভিত্তি হিসেবে কাজ করবে।
তিনি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)-এর মাধ্যমে দীর্ঘমেয়াদে বাংলাদেশ-চীন সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের আহ্বান জানান, যা হবে পারস্পরিক শ্রদ্ধা, সমতা এবং বন্ধুত্বের ভিত্তিতে গড়ে ওঠা।
বক্তারা বলেন, ১৯৭৫ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে দৃঢ় সম্পর্ক গড়ে উঠেছে। ভবিষ্যতে এই বন্ধুত্ব আরও গভীর হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
চীনের বৈশ্বিক চার উদ্যোগকে বিশ্বশান্তি, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতার নতুন রূপরেখা হিসেবেও তুলে ধরেন আলোচকরা।
পাঠকের মন্তব্য