
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের রাজনীতিকে এখন থেকে রাস্তাভিত্তিক আন্দোলনের বদলে সংসদকেন্দ্রিক করতে হবে। গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে পার্লামেন্টকে রাজনীতির কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে হবে।
শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর গ্রীন রোডে পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারি ইউনিয়নের সাধারণ সভা ও সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, “আওয়ামী লীগ গত ১৫ বছরে যে রাজনৈতিক ও প্রশাসনিক জঞ্জাল তৈরি করেছে, তা এক বছরের মধ্যে দূর করা কারো পক্ষেই সম্ভব নয়। তাই আমাদের সকলকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, নির্বাচনের মাধ্যমে একটি কার্যকর সংসদ গঠন করতে হবে এবং সকল কর্মকাণ্ডকে সংসদকেন্দ্রিক করতে হবে। এটা না হলে সংসদীয় গণতন্ত্র সফল হবে না।”
তিনি আরও বলেন, “পৃথিবীর অনেক দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে সংসদকে কেন্দ্র করে। আমরা কি সারাজীবন রাস্তায় আন্দোলন করব? গত ৫০ বছর ধরে তো আমরা তাই করে যাচ্ছি। এখন সময় এসেছে সংসদের মধ্য দিয়ে গণতন্ত্রকে শক্তিশালী করার।”
জাতীয় সনদের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, “জাতীয় সনদে স্বাক্ষরের মাধ্যমে আমরা দেখিয়েছি, মতপার্থক্য থাকা সত্ত্বেও রাজনৈতিক দলগুলো জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হতে পারে। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হওয়া উচিত। নির্বাচিত প্রতিনিধিরাই সংসদকে প্রাণবন্ত করবেন এবং গণতন্ত্রকে এগিয়ে নেবেন। এতে শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষের দাবি ও অধিকার আদায় সম্ভব হবে।”
সম্প্রতি সংঘর্ষ বা সহিংসতার কিছু ঘটনার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, “গণতন্ত্র কখনো সংঘর্ষের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় না। সংসদ ভবনের সামনে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য ক্ষতিকর। আমাদের সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রসঙ্গে তিনি বলেন, “তারা সীমিত সময়ের মধ্যে কিছু ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। তবে এত অল্প সময়ে সব সমস্যার সমাধান সম্ভব নয়।”
অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারি ইউনিয়নের সভাপতি হিসেবে মঞ্জুরুল ইসলাম মঞ্জু এবং সাধারণ সম্পাদক হিসেবে হুমায়ুন কবিরের নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শামছুর রহমান শিমুল বিশ্বাস, শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমদ, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাসিমসহ দলীয় ও শ্রমিক নেতারা।
পাঠকের মন্তব্য