
বাংলাদেশে অগ্নিকাণ্ড সংক্রান্ত তদন্তে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণ প্রদানের আশ্বাস দিয়েছে ইতালি।
গত ১৬ অক্টোবর ইতালির রোমে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসির সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে এ আশ্বাস দেন তিনি। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে অনিয়মিত অভিবাসন, মানব পাচার, অর্থ পাচার, আর্থিক অপরাধ প্রতিরোধ এবং অগ্নি দুর্ঘটনার তদন্ত সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয়। উভয় দেশ অভিবাসন ব্যবস্থাপনা ও পাচার রোধে যৌথ নিরাপত্তা সংলাপ, গোয়েন্দা তথ্য বিনিময় এবং আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানের বিষয়ে সম্মত হয়েছে।
মানব পাচার প্রতিরোধে যৌথ টাস্কফোর্স গঠন, ভুক্তভোগীদের পুনর্বাসন এবং বৈধ অভিবাসনের সুযোগ সম্প্রসারণের ওপরও গুরুত্বারোপ করা হয়।
এছাড়া আর্থিক অপরাধ দমনে পারস্পরিক আইনি সহায়তা চুক্তি (MLAT) ও প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষরের প্রস্তাব দেন উভয় পক্ষ। ফরেনসিক তদন্ত এবং জব্দকৃত সম্পদ পুনরুদ্ধারে সক্ষমতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।
বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎ সহযোগিতা ও অংশীদারিত্বকে দ্বিপাক্ষিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে আখ্যায়িত করেন।
পাঠকের মন্তব্য