
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৫১০ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ভর্তি রোগীদের মধ্যে
-
ঢাকা বিভাগের (সিটি এলাকার বাইরে) রয়েছেন ১৮১ জন,
-
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় ১১৬ জন,
-
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৩৬ জন,
-
চট্টগ্রাম বিভাগের (সিটি এলাকার বাইরে) ৮৮ জন,
-
বরিশাল বিভাগের (সিটি এলাকার বাইরে) ৬৫ জন
-
এবং ময়মনসিংহ বিভাগের (সিটি এলাকার বাইরে) ২৪ জন।
একই সময়ে ৫২৬ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৫৫ হাজার ৩৬০ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২০২৫ সালের শুরু থেকে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ হাজার ২৮০ জনে। এর মধ্যে ৬৩.৭ শতাংশ পুরুষ এবং ৩৬.৩ শতাংশ নারী।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যু হয়নি। তবে বছরজুড়ে এখন পর্যন্ত মোট ২৪৩ জন মারা গেছেন।
তুলনামূলক তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যুবরণ করেন ৫৭৫ জন।
স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সতর্কতা বজায় রাখার আহ্বান জানিয়েছে।
পাঠকের মন্তব্য