বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচন—দশম (২০১৪), একাদশ (২০১৮) ও দ্বাদশ (২০২৪)—এ সংঘটিত বিভিন্ন দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য ও অভিযোগ আহ্বান করেছে জাতীয় নির্বাচন তদন্ত কমিশন।
আজ রোববার দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং ভবিষ্যতে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনী ধারা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সরকার “জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ ও ২০২৪) তদন্ত কমিশন” গঠন করেছে। কমিশন ইতিমধ্যে সংশ্লিষ্ট ঘটনাবলি ও সাক্ষ্য-প্রমাণ সংগ্রহের কাজ শুরু করেছে।
তদন্ত প্রক্রিয়ার অংশ হিসেবে কমিশন ব্যক্তি, প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলসহ সকল নাগরিককে আহ্বান জানিয়েছে, তারা যেন বিগত তিনটি নির্বাচনে সংঘটিত দুর্নীতি, অনিয়ম বা অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কিত যেকোনো তথ্য, অভিযোগ বা প্রমাণ কমিশনের কাছে জমা দেন।
অভিযোগ বা তথ্য প্রদান করা যাবে বিভিন্ন মাধ্যমে—
- সশরীরে উপস্থিত হয়ে: প্রতি কর্মদিবস সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের ২ নম্বর ব্লকে অবস্থিত কমিশন কার্যালয়ে সরাসরি উপস্থিত হয়ে তথ্য দেওয়া যাবে।
- ই-মেইলে: [email protected] ঠিকানায় অভিযোগ পাঠানো যাবে।
- ওয়েবসাইটে: www.neic-bd.org ওয়েবসাইটে “মতামত ও সুপারিশ” অপশনে গিয়ে তথ্য জমা দেওয়া যাবে।
- ডাকযোগে বা টেলিফোনে: ডাকের মাধ্যমে বা ফোন করে যোগাযোগ করা যাবে—টেলিফোন: ০২-২২২২১৫৬৪৭, মোবাইল: ০১৫৫০০৪২০৬০।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্বাচন কমিশনের লক্ষ্য হলো অতীতের অনিয়ম ও অপরাধগুলোর পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করা এবং ভবিষ্যতের নির্বাচনী প্রক্রিয়াকে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রূপে গড়ে তোলা।
পাঠকের মন্তব্য