মার্কিন সরকারি সংস্থা অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল (ওটেক্সা)–এর তথ্য অনুযায়ী, ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রে বৈশ্বিক পোশাক আমদানি ৫.৩০ শতাংশ কমেছে। তবে একই সময়ে বাংলাদেশ থেকে পোশাক আমদানি বেড়েছে ২৬.৬২ শতাংশ।
তুলনায় দেখা যায়, চীনের রপ্তানি কমেছে ১৮.৩৬ শতাংশ, ইন্দোনেশিয়ার ১৯.৮২ শতাংশ। অন্যদিকে ভিয়েতনাম ও ভারতের রপ্তানি বেড়েছে যথাক্রমে ৩২.৯৬ এবং ৩৪.১৩ শতাংশ, আর কম্বোডিয়ার বেড়েছে ১০.৭৮ শতাংশ।
ইউনিট মূল্যের দিক থেকেও বাংলাদেশ এগিয়েছে। যেখানে বৈশ্বিক গড় ১.৭১ শতাংশ কমেছে, চীনের কমেছে ৩৩.৮০ শতাংশ ও ভারতের ৪.৫৬ শতাংশ, সেখানে বাংলাদেশের ইউনিট মূল্য বেড়েছে ৭.৩০ শতাংশ। ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও কম্বোডিয়ার বৃদ্ধি যথাক্রমে ৬.৬৪, ৭.৩৮ ও ৩৮.৩১ শতাংশ।
বিজিএমইএ–এর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, ভিয়েতনাম ও ভারতের তুলনায় বাংলাদেশ এখনো কম দামের পণ্য বেশি রপ্তানি করছে। তাই উচ্চমূল্যের পণ্যে গুরুত্ব দিলে পরিমাণ না বাড়িয়েও মোট রপ্তানি আয় বাড়ানো সম্ভব।
পাঠকের মন্তব্য